ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী অভিযানে ১৬ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আখাউড়া থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।
আখাউড়া থানা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর রাত ৭টা ১৫ মিনিটে (১৯:১৫) আখাউড়া থানা পুলিশের একটি চৌকস দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন আখাউড়া পৌরসভাস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে এই চার মাদক কারবারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশ গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত থেকে মোট ১৬ কেজি গাঁজা উদ্ধার করে এবং উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা তৈরি করে গাঁজাগুলো জব্দ করে।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন: মৌসুমি আক্তার (২৬), রুমানা আক্তার (২৫), মোঃ ময়নাল হক (৪০) এবং মোঃ মাসুদ মিয়া (৪২)।
আখাউড়া থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।








