ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চোরাচালানবিরোধী এক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন ও ডিসপ্লে জব্দ করেছে পুলিশ। জব্দ হওয়া এই সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা। এ সময় একটি মাইক্রোবাসসহ তার চালককে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আগের দিন বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের ধরখার ভাঙা ব্রীজ এলাকায় আখাউড়া ধরখার ফাঁড়ি থানা পুলিশের একটি টহল দল অভিযান চালায়।
অভিযানে একটি মাইক্রোবাস আটক করে তল্লাশি চালানো হয়। মাইক্রোবাসটি থেকে ৩ হাজার ৬০০টি ভারতীয় বিভিন্ন ব্যান্ডের ডিসপ্লে এবং ১৩০ পিস দামি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, জব্দকৃত এসব সামগ্রীর বাজার মূল্য প্রায় ৪৮ লাখ ৭৮ হাজার টাকা।
এসময় চোরাকারবারি কাউকে আটক করা সম্ভব না হলেও গাড়ির চালক মোজাম্মেল হক (২৮)-কে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মোজাম্মেল ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরন গ্রামের মোল্লাবাড়ির মৃত আতাউল্লাহর ছেলে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের চোরাচালানবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।








