মাছের প্রজনন মৌসুমে জীববৈচিত্র্য রক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তিতাস নদী ও আশপাশের জলাশয়ে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ ও ধ্বংস করা হয়েছে, এবং এক জেলেকে জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিতাস নদী, আড়িয়াজলা বিল এবং কুড়িবিদ্ধ বিল থেকে ৫০টি দুয়ারি জাল (রিং জাল) এবং পাঁচটি খড়া জাল (ভর জাল) জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার দায়ে এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল ইসলাম এবং থানা পুলিশের সদস্যরা।
পরে জব্দ করা সব অবৈধ জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, নদী ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় এবং মাছের প্রজনন নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।








