সাইবার স্পেসে অনলাইন জুয়া, জালিয়াতি এবং প্রতারণা ঠেকাতে কঠোর শাস্তির বিধান রেখে নতুন আইন জারি করা হয়েছে। সদ্য প্রণীত সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড এবং এক কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে।
এই অধ্যাদেশের ধারা ২০ অনুযায়ী, যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সাইবার স্পেসে জুয়া খেলার জন্য কোনো পোর্টাল, অ্যাপস বা ডিভাইস তৈরি করে, পরিচালনা করে, জুয়া খেলায় অংশ নেয়, সহায়তা করে বা উৎসাহ দেয়, তাহলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।
এমনকি জুয়া খেলায় উৎসাহ দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, গুগল, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টুইটার বা টিকটকসহ অন্যান্য প্ল্যাটফর্মে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিজ্ঞাপন প্রচার বা এতে অংশগ্রহণ করলেও একই ধরনের শাস্তির বিধান রয়েছে।
অনলাইন জুয়া বন্ধে হাইকোর্টের নির্দেশনাও রয়েছে। জনস্বার্থে এই ধরনের অপরাধ দমনের জন্য অনলাইন জুয়ার সব গেটওয়ে, অ্যাপ্লিকেশন, লিংক, ওয়েবসাইট এবং বিজ্ঞাপন দ্রুত বন্ধ, ব্লক বা অপসারণের জন্য সংশ্লিষ্ট সব ইলেকট্রনিক, প্রিন্ট এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে অনুরোধ করা হয়েছে।
সরকার সবাইকে জুয়া খেলা এবং এর প্রচারে সহায়তা করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যাতে সাইবার স্পেসকে নিরাপদ রাখা যায়।








